প্রিয় বন্ধুরা
শুভেচ্ছা নিও।

আশা করি ভালো আছো সবাই। বৃষ্টির ঝিরঝির আনন্দে
ভালো থাকারই কথা। বর্ষা আমাদের বাংলাদেশের আকশকে ঢেকে রাখে প্রায়। যখন তখন বৃষ্টি নামে। বৃষ্টির শীতল পানি আমাদের মনও শীতল করে তোলে। ভেবেছো কখনও কেমন করে বৃষ্টি নামে! কেমন করে আকাশে জমে মেঘ। সেই মেঘ থেকে কেমন করে ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে! তবে বর্ষায় নানারকম রোগশোক হয়। নানান অসুখ দেখা দেয়। এসবের বিষয়ে সাবধান থাকতে হবে। আর ও হ্যা- যখন তখন বৃষ্টিতে ভেজা চলবে না। স্কুলে যেতে আসতে সঙ্গে ছাতা রেখো কিন্তু!

জুলাই মাসের ১১ তারিখ জন্মগ্রহণ করেছিলেন কবি আল মাহমুদ। তিনি তোমাদের জন্য অনেক মজার মজার ছড়া কবিতা লিখেছেন। গল্প লিখেছেন। আমরা তাঁকে স্মরণ করছি।
১৯ জুলাই জন্ম গ্রহণ করেছেন হুমায়ুন আহমেদ। তিনিও তোমাদের জন্য লিখেছেন অনেক গল্প। তাঁকেও স্মরণ করছি আমরা।
বড় হয়ে তোমরা আমাদের দেশের বড় বড় লেখকদের জীবনী পড়বে। জানবে অনেক কিছু।

Share.

মন্তব্য করুন