শিমুল তুলোর মতো সাদা সাদা কাশফুল! ফুটে আছে মাঠে ঘাটে নদীর কূলে। দক্ষিণা বাতাসে দোল খায়। একটু জোরালো বাতাস এলেই দোল খাওয়া কাশফুল ঢেউ হয়ে যায়। তখন একদম ঢেউ ঢেউ কাশফুল।
এ সময় আকাশ থাকে বেশ নীল। নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের দল। কাশফুল সাদা, মেঘও সাদা। আহা কী আনন্দের! আকাশে সাদা। জমিনেও সাদা। এই দেখে কাশফুলের মতো দুলে ওঠে মনও। এভাবেই আমাদের প্রকৃতির বুকে একেক ঋতুতে একেক সৌন্দর্য! মানুষের প্রতি মহান স্রষ্টার এ এক মহান দান। তিনি মানুষের জন্য সুন্দর করে দিয়েছেন এই পৃথিবী।
ঠিক মানুষকে সুন্দর করার জন্য তিনি পাঠিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সা. কে। আরবি রবিউল আউয়াল মাসে তাঁর জন্মদিন। এবার রবিউল আউয়াল এ মাসেই অর্থাৎ সেপ্টেম্বরে! মহানবীর আগমন জগৎবাসির জন্য ছিলো মহা আনন্দের!
তাই তাঁকে আমরা জানবো। তাঁর জীবনী পড়বো। আমাদের জীবন সুন্দর করার জন্য তাঁর জীবনকে সামনে রাখবো। তবেই আমরা মানুষ হিসেবে হতে পারবো অতি সুন্দর!

Share.

মন্তব্য করুন