বন্ধুরা শুভেচ্ছা জানাই।
আশা করি ভালো আছো সবাই। ভালো থাকো খুব। ভালো থাকার আনন্দ আছে। যেমন আমাদের চারপাশের গাছগাছালি ফুল পাখি লতাপাতা, কী আনন্দময়! কী সুন্দর! প্রকৃতির এ সৌন্দর্য আমাদের মন ভালো রাখে। আকাশের দিকে তাকালে বোঝা যায়, কত বিশাল আকাশ আর আকাশের বুকে উড়ে চলা মেঘের সারি। আহা সুন্দর!
প্রকৃতির সৌন্দর্যেও নানারকম বৈচিত্র আছে। একেক জায়গার একেকরকম সুন্দর! এর মধ্যে বিস্ময়কর সুন্দর হলো এন্টার্কটিকা মহাদেশ। এটি হলো বরফের মহাদেশ! এ মহাদেশের সর্বত্র বরফ আর বরফ! মাটি বরফ! নদী বরফ এমনকি পাহাড়ও বরফের! অবাক বিষয় হলো এমন বরফের ভেতর বসবাস করে অনেক প্রাণী। এর মধ্যে পেঙ্গুইন এবং সাদা ভল্লুক অন্যতম।
মহান স্রষ্টা কী অদ্ভুত সুন্দর আনন্দ ঢেলে সৃষ্টি করেছেন এই বিশ্বজগত। আমাদের উচিৎ সৃষ্টি জগতের এই সুন্দরকে গ্রহণ করে নিজেদেরও সুন্দর করা।

Share.

মন্তব্য করুন