হাসনাইন আহমদ
আকাশ জুড়ে হাওয়াই মিঠাই

ইমলি বিলের ঘুম ভেঙেছে
রোদ মাখানো ভোরে,
আকাশ জুড়ে রেশমি রঙিন
হাওয়াই মিঠাই ওড়ে।
হাওয়াই মিঠাই একটু উড়েই
মিলিয়ে গেল ঠুস!
ওপাশ থেকে মেঘের ছানা
পেট মোটা ডাম্বুস।
ঝুর ঝুর ঝুর বৃষ্টি মাঝেই
রোদের উঁকি ঝুঁকি,
কাশের বনে হাসের ছানা
খেলছে লুকোলুকি।
শাপলা ঝিলে হাসির ঝিলিক
ধুপ আওয়াজে থামে,
মস্ত বড় তাল পড়েছে
ঈশান ঘাটের বামে।
নীল আকাশের মনিটরে
টু-ডি কার্টুন চলে,
যায় ছড়িয়ে রংধনু রং
হাওয়ায় গলে গলে।
দোলনচাঁপার ঘ্রাণের টানে
হাওয়ায় সাঁতার কাটি,
ঝলমলে রোদ আকাশ মাটি
ভীষণ পরিপাটি।

সোমা মুৎসুদ্দী
শীতের দিনের কাব্য

শীতের দিনের কাব্য লিখি
মনের খাতা খুলে
শীত এসেছে কাঁথা ও লেপ
রাখবোনা আর তুলে।

শীত এসেছে জমিয়ে সবাই
খাবো নানান পিঠা
তারই সাথে জমিয়ে খাবো
খেজুর রসও মিঠা।

দাদী নানী আগুন পোহায়
জড়িয়ে চাদর গায়
শীত আসলো শহর জুড়ে
আসলো পাড়াগাঁয়।

Share.

মন্তব্য করুন