মুজাহিদ আল কারিম
শীতের খবর

চারিদিকে হিমেল হাওয়া বইছে এলোমেলো
ঘুরেফিরে আবার দেশে শীত যে চলে এলো।
বিলে-ঝিলে আকাশনীলে নাম না-জানা পাখি
ওদের কাছেও শীতের খবর পৌঁছে গেছে না-কি?

সকালবেলা আকাশ থেকে শিশির ঝরে পড়ে
বাতাস লেগে শিরশিরিয়ে গাছের পাতা নড়ে।
শীতের খবর সুয্যি মামাও জেনে গেছে ওরে!
তাইতো এখন নিয়ম মতো জাগে না খুব ভোরে।

গাঁও-গেরামের রাস্তাগুলি হিম কুয়াশায় ঢাকা
সবুজ ধানের বুকের ’পরে জাল বিছিয়ে রাখা।
গাছগাছালি তরুলতা কাঁপছে দারুণ শীতে
শীত এসেছে, শীতের খবর সবার চাহনিতে।

মো. তোফাজ্জেল হোসেন
আসতে যদি শীতে

আসতে যদি শীতে তুমি
আমার গাঁয়ের বাড়ি ,
ফোটা ফোটা খেজুর রসে
দেখবে ভরা হাঁড়ি।

খেজুর গাছের মিষ্টি সে রস
খেতে অনেক মজা,
চলে এসো আমার বাড়ি
গাঁয়ের পথে সোজা।

মা দিবে যে নানান পিঠা
সাত সকালের বেলা,
খেজুর রসের পায়েস দিবে
ভরে থালা থালা।

সরষে ক্ষেতের হলদে হাসি
দেখবে ফুলে ফুলে,
মৌমাছিদের দেখবে কতো
বোঁটায় আছে ঝুলে।

আমার বাড়ি আসবে যখন
পাবে আমার দেখা,
ক’জন মিলে আসতে পারো
না হয় তুমি একা।

Share.

মন্তব্য করুন