বিজয় মানে
মতিউর রহমান মিয়াজি
বিজয় মানে শপথ নেয়া
এদেশটাকে গড়তে
নতুন কোনো বর্গী এলে
তাদের সাথে লড়তে।
বিজয় মানে শপথ নেয়া
বিলিয়ে দিতে প্রাণ,
বিজয় মানে থাকতে হবে
দেশের প্রতি টান।
খোকন তখন
-আকরাম সাবিত
আবার যখন রাত পোহাবে
ঊষার যখন জাগবে,
রঙিন আলোর পরশ পেয়ে
শেয়াল যখন ভাগবে,
গাছের ডালে দুপুর বেলা
ফিঙ্গে যখন ডাকবে,
খোকন তখন একলা বসে
তাদের ছবি আঁকবে।
আবার যখন নদীর বুকে
নৌকাগুলো ভাসবে,
গোলাপ যখন ঘ্রাণ ছড়িয়ে
গুলবাগিচায় হাসবে,
ভ্রমর যখন লুটতে মধু
ঘ্রাণ শরীরে মাখবে,
খোকন তখন একলা বসে
তাদের ছবি আঁকবে।
আবার যখন দূর নীলিমায়
মেঘের ভেলা ঘুরবে,
হাওয়ার তালে মনের সুখে
পানকৌড়িরা উড়বে,
যখন রাতের আকাশ জুড়ে
তারার মেলা থাকবে,
খোকন তখন একলা বসে
তাদের ছবি আঁকবে।
রাতুলের কাঁচা মন
-মারজুক হাফিজ
রাতুলের সাত রঙা
ঘুড়িটা কই?
এই বুঝি কাশবনে
উড়ে গেলো ওই।
শরতের সাদা মেঘ
ঘুরে ফিরে উড়ে,
রাতুলের মনে জাগে
নেই ঘর কুঁড়ে!
রাতুলের কাঁচা মন
ভাবে শত গল্প,
সময়ের ঘড়ি কাঁটা
হত যদি অল্প!
আরেকটু আড্ডা
বেশ ভালো চলত,
সাথীদের হাত ধরে
বাকি কথা বলত।
চাঁদের বুড়ি
-খাইরুল ইসলাম
চাঁদের বুড়ি আসর জমায়
নাতি-নাতনি নিয়ে
মেঘ প্রহরী পাহারা দেয়
আরবি ঘোড়া দিয়ে।
মিহি বুনন শীতল পাটি
বিছায় বাতাসেরা
নীল চাদরের শামিয়ানা
জাগায় ফেরেশতারা।
রাত্রি জুড়ে রয় জেগে সব
গল্প-আড্ডা দিয়ে।
সকাল হলেই দৌড়ে পালায়
দাদার ধমক খেয়ে।
এখন কোথায়
-সারোয়ার হোসেন রাকিব
এখন কোথায় হারিয়ে গেলো
আমাদের ঐ গাঁও
দেখছি না তো শহর ছাড়া
দূর নদীর ঐ নাও।
এখন কোথায় হারিয়ে গেলো
ঐ অতিথি পাখি
দেয় না সাড়া তারে আমি
যতবারেই ডাকি!
বই
-তোফায়েল প্রধান
প্রতিদিন যে বই পড়ে
তার অনেক জ্ঞান হয়,
শিক্ষার জন্য মনটা দিলে
সেই করে বিশ^ জয়।
মন দিয়ে পড়লে বই
বেশি খুশি পাওয়া যায়,
ভালো ভালো বই পড়লে
ভালো মানুষ হওয়া যায়।
একটি পাখি
-আজিম হোসেন
একটি পাখি গাছের ডালে
একা বসে কাঁদছিল,
তাই না দেখে খোকন সোনা
কী যেন কী ভাবছিল!
দৌড়ে গিয়ে খোকন সোনা
বাবা-মাকে ডাকছিল,
আপন মনে বাবা-মাও
পাখিটাকে দেখছিল।
খোকার মনে পাখির জন্য
অনেক মায়া জমছিল,
আদর করে তাইতো খোকা
পাখিটাকে ডাকছিল।
গানের পাখি
-হামিদ হোসাইন মাহাদী
আমি হবো গানের পাখি
গান শোনাতে রোজ,
গান শুনিয়ে কাছেই গিয়ে
নিবো সবার খোঁজ।
পাখির মতো ডানা মেলে
উড়বো আকাশ পানে,
মনের কথা বলবো আমি
আমার গানে গানে।
হাসিমুখে বলবো কথা
গরিব-দুঃখীর সাথে,
চোখের পানি মুছিয়ে দেবো
রাখবো আপন হাতে।
আমার গ্রাম
-ফাইজুল ইসলাম
আমার গ্রামের আঁকাবাঁকা
মেঠো পথের ধারে,
সারিসারি খেজুর গাছ
সবার নজর কাড়ে।
সবুজ ঘাসের চাদর ঘেরা
তেপান্তরের মাঠ,
পদ্মকমল দিঘির বুকে
শান বাঁধানো ঘাট।
সাত সকালে সূর্যি হাসে
মগডালের ঐ ফাঁকে,
শিশু-কিশোর উল্লাসে যায়
ঐ সে নদীর বাঁকে।
নিকষ কালো আঁধার রাতে
ঝিঁঝি পোকার ডাক,
দূর গহিনে যায় যে শোনা
খেক শিয়ালের হাঁক।
একটি পাখি
-ফজলুল হক মিলন
একটি পাখি দুইটি পাখি
তিনটি পাখি,
একটা পাখি উড়ে যাবে
বলেই রাখি!
সেই পাখিটা ময়না বল
কিংবা টিয়ে,
সারাটাদিন করবে পাগল
কথা দিয়ে।
সেই পাখিটা ডাকতে পারে
কলকলিয়ে,
সেই পাখিটা হাঁটতে পারে
ছলছলিয়ে!
একটি পাখি দুইটি পাখি
তিনটি পাখি,
একটি পাখি সবাই মিলে
আগলে রাখি!
সোনার বাংলাদেশ
-এস আই জুয়েল
সবুজ শ্যামল শস্য-ফসল
সোনার বাংলাদেশ
পাখি ডাকে পাতার ফাঁকে
ভোরের আলো বেশ।
বন-বনানী মিঠা পানি
গাছের শীতল ছায়া
বিকেল বেলা মেঘের ভেলা
রাতের পরম মায়া।
খালে-বিলে পদ্ম ফুলে
ভরা দীঘির পানি
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে না কেউ জানি।