আমার ছেলেবেলায় মরছে মা’য়ে
ছিলাম তখন সোনার গাঁয়ে।

তখন মাঠে যেতাম কাঁচি হাতে
দুলতো বাতাস সাথে সাথে।

আমি বিলের জলে কলমি তুলে
হাত ছোঁয়াতাম দুমুঠ খুলে।

দেখে হলুদ ফড়িং নাড়তো ডানা
কী জানি কি করতো মানা।

আমি গামছা কাঁধে একলা একা
দেখে যেতাম হাতের রেখা।
ফড়িং তখন বলতো খোকন
আজ শুনিবেন বাবার বকন।

তখন মুখ নাড়িয়ে মুচকি হেসে
গান ধরিতাম ভালোবেসে
হায়রে আমার মরণ দশা
বছর খানেক বাবা বসা।

আমার পড়ালেখা রইলো তাকে
সুখ খুঁজি হায় মেঘের ফাঁকে।
মা মরিলো দশেক হলো
বইছে নদী টলোমলো।

আমি দুঃখ আঁকি বর্গা হালে
মরবো কি হায় চলিশ সালে।
জীবন জুড়ে মিছেই খেলা
হায়রে আমার ছেলেবেলা।

Share.

মন্তব্য করুন