প্রিয় বন্ধুরা
অনেক শুভেচ্ছা জানাই তোমাদের। আশা করি ভালো আছো। ভালো থাকো এটিই কামনা।
ভালো থাকার আনন্দ আছে। মজা আছে বেশ। ভালো থাকার অর্থ শরীর ভালো থাকা তো বটে। সঙ্গে মনও ভালো থাকতে হবে। মন এবং শরীর দুই মিলেই ভালো থাকা জরুরি। একইসাথে ব্যবহারও ভালো করতে হবে। করতে হবে ভালো কাজও।

মানুষকে অনেক কিছু জানতে হয়। জ্ঞান অর্জন করতে হয় বিভিন্ন বিষয়ে। জ্ঞানের একটি বিশাল দিক হলো প্রকৃতির জ্ঞান। প্রকৃতির জ্ঞান মানুষকে উদার হতে শেখায়। বড় স্বপ্ন দেখতে শেখায়। কল্পনার রাজ্যও বড় করে তোলে। বিশাল প্রকৃতির সাথে মনের দিক থেকে মানুষও বিশাল হয়ে ওঠে। তাই আমাদের জানতে হবে প্রকৃতি। জানতে হবে প্রকৃতির ভাষা। কোন ঋতুতে কি ভাষা প্রকাশ করে প্রকৃতি।

এখন আমাদের দেশে শরৎ ঋতু। যাকে আমরা শরৎকাল বলি। ভাদ্র-আশ্বিন এ দু’মাস শরৎকাল। শরতে আকাশ থাকে গভীর নীল। সাদা মেঘ ঘুরে বেড়ায় আকাশে আকাশে। কাশফুলে ছেয়ে থাকে নদীর কূল। মাঠে মাঠে শরতের সাদা ফুল দোলে। শিউলি ফোটে। শিশির ঝরে। ঘাসের ডগায় শিশিরের সৌন্দর্য কি মায়াবী। সব মিলিয়ে শরৎকাল একটি কোমল ঋতু। একে তাই বলা হয় ঋতুরাণী।
এসব জানতে হবে তোমাদের। দেখতে হবে এর সৌন্দর্য! তবেই বড় হতে পারবে তোমরা।
ভালো থাকো সবাই।

Share.

মন্তব্য করুন