অন্ধকারের পাতায় পাতায় হাজার তারার ফুল
রাতের বুকে খুশবু ছড়ায় দোলে দোদুল দুল।
পাপড়ি জুড়ে শিশির কণার আলতো আদর চুম
এমন সময় কেমন করে আসবে চোখে ঘুম?

ঘুম আসে না চোখের কোনায় রাত্রি ডুবে রয়
রাত্রি-দিনের ভাঁজে ভাঁজে হচ্ছে জীবন ক্ষয়
এক জীবনে যতই থাকুক রঙিন আলোর বান
দিনের শেষে রাত্রি এসে বানায় মরুদ্যান।

ধূসর মরু রুক্ষ তখন নেই সবুজের ছায়া
হৃদয়জুড়ে তবু তামাট মরিচিকার মায়া
মোহ-মায়ার এই পৃথিবী একটা গোলক ধাঁধা
জন্ম এবং মৃত্যু থাকে একই সুতোয় বাঁধা।

সময় যখন শেষ হয়ে যায় সুতোয় পড়ে টান
জীবন ঘুড়ির শেষ ঠিকানা আঁধার গোরস্থান
আঁধার হতে উৎসারিত আঁধারে হয় শেষ
চোখ-মুদিলে এক নিমিষে আলো নিরুদ্দেশ।

অন্ধকারের পেটে তবু বুনি আলোর বীজ
আলোকিত থাকে যেন মনের দহলিজ।

Share.

মন্তব্য করুন