দুঃখ ছিল কষ্ট ছিল ছিল অনেক ভুল
দুঃখগুলো ভুলিয়ে দিয়ে ভুলগুলো হোক ফুল
পাওনি যেটা নাইবা পেলে কী আসে যায় তাতে
নতুন দিনের স্বপ্ন-চোখে ঘুমিয়ে পড়ো রাতে।
পুরান বছর যা দিয়েছে গচ্ছিত থাক সব
নতুন ভোরে শুনবে নতুন পাখির কলরব।

নতুন হাওয়া দুলিয়ে স্বপন ভুলিয়ে দেবে শোক
ডাকছে তোমায় হাতছানিতে নতুন স্বর্গলোক।
যে-কাজ তোমার হয়নি করা, করতে হবে শেষ
নতুন বছর ছড়িয়ে আছে সম্ভাবনার রেশ।
স্বপ্ন ছোঁয়ার প্রতিজ্ঞাতে করতে হবে কাজ
কঠিন পথে যতোই থাকুক পাথর কাটা খাঁজ।

পুরান পাতা ঝরিয়ে এলো নতুন পাতার সুখ
নতুন ঢেউয়ের দোলায় দোলে তরঙ্গিনীর বুক
নতুন পালক ছড়িয়ে নাচে নীলময়ূরের ঝাঁক
নতুন ভোরের বার্তা জানায় লালমোরগের বাক
নিসর্গতে নতুন আবেশ নতুন সাজে সব
বনজুড়ে আজ নতুন ফুলের মনকাড়া সৌরভ।

এড়িয়ে গিয়ে শতেক বাধা অপয়া দ্বৈরথ
নতুন করে বাঁধতে হবে নতুন চলার পথ
গাইতে হবে ঝাবুকবনের আঁধার ভাঙাগান
বুঝতে হবে জীবন মানেই নতুনের সন্ধান।
ভুলিয়ে যত অতীত ব্যথা পুরান দিনের শোক
নতুন বছর নতুন আলোয় উদ্ভাসিত হোক।

Share.

মন্তব্য করুন