এই যে আমার দেশের মাটি
স্বদেশের এই মাটির কণা
সোনার চেয়ে খাঁটি,
একলা আমি রোজ সকালে
শ্যামল রঙের মাঠের আলে
আপন মনে হাঁটি।
মনের মধ্যে দোল খেয়ে যায়
এই দেশেরই ছবি,
চারপাশে তার সবুজ বীথি
মুগ্ধ করে সবই-
সবুজ বীথির এই ছবিটি
ভীষণ পরিপাটি।

মাঠের পরে- মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানান জাতের ফসলগুলো
দেখতে লাগে বেশ।
মাঠের কবি যায় ঐ মাঠে
পাখিরা সুর তোলে পাঠে!
পা বাড়ালেই মাঠ পেতে দেয়
সবুজ শীতলপাটি।

কুলু-কুলু ঢেউ বয়ে যায়
শঙ্খ নদীর বাঁকে,
তাই না দেখে আমার এ-মন
নানান ছবি আঁকে।
শীতল হাওয়া ঝিরঝিরিয়ে
বইছে আমার গা জড়িয়ে!
মন শুধু চায় নদীর পাড়েই
গড়ি বসতবাটি।

কোথায় নেবে আমাকে আর
এই খানেতে বাড়ি
আমার চোখে রঙ লেগেছে
লাল-সবুজের শাড়ি।
কি অপরূপ এই বাংলাদেশ
রূপের যেন নেই কোন শেষ!
এই দেশেতেই গড়বো আমি
স্বপ্ন-মধুর ঘাঁটি।

Share.

মন্তব্য করুন