সবুজ ঘাসে গা এলিয়ে শুনেছো পাখির ডাক
শুনেছো কি ঝুড়ি কাঁধে ফেরিওয়ালার হাঁক?

শুনেছো কি ঝিঁঝির সে গান সন্ধ্যা নামার আগে
ভেবেছো কি মোরগ কেনো সময় মতো জাগে?

দেখেছো কি সন্ধ্যা বেলায় পাখি ফেরে নীড়ে!
বসেছো কি আবেগ নিয়ে কভু নদীর তীরে!

ঝড়ো মেঘে দু’হাত খুলে দাঁড়িয়ে কভু ছিলে?
নেমেছো কি শালুক ফোটা বর্ষা দিনে বিলে?

নদীর পানি হাতে নিয়ে করেছো কি খেলা?
কেউ কি তোমায় করেছিলো করুণ অবহেলা?

অপলকে দাঁড়িয়ে কভু দেখেছো কি চাঁদ!
জোছনা নিতে বাড়িয়েছো কি তোমার দুটো হাত?

এসব যদি ভাবতে খারাপ লাগে তোমার কাছে,
জেনে নিও তোমার তবে কিছুর অভাব আছে!

Share.

মন্তব্য করুন