শান্ত নিঝুম ভরদুপুরে সোনালি খাম ভরে
আকাশ ফেটে ঝলমলিয়ে রোদের ছটা পড়ে।
পুলক জাগে, মন ভর দেয় সোনা রোদের আলো
এমন সময় ছন্দ ছড়ায় ভাবতে লাগে ভালো।

পাড়ার সকল দুষ্টু বালক খেলায় যখন মাঠে
মায়ের সাথে ভর দুপুরে সুমন ঘুমোয় খাটে।
অনেক দূরে আকাশ পারে উড়ে শঙ্খ চিল
ঘরের ভেতর ব্যস্ত আমি ছড়ায় দিতে মিল।

চড়–ইপাখি ঘরের চালে ডাকছে অবিরত
লেজ উঁচিয়ে কাঠবেড়ালি তাকায় থতমত।
সবুজ পাতায় ফড়িং নাচে হালকা ডানায় ভর
কে এঁকেছে প্রজাপতির ডানা এমনতর?

তিনি আমার তিনি তোমার তিনিই মহান রব
এই পৃথিবীর সবুজ শোভা তারই আঁকা সব।
ঝরনা পাহাড় সাগর নদী আকাশটাও তার
এই পৃথিবীর শিল্পী তিনি একক রূপকার।

রূপের ভেলায় ভরদুপুরে হারিয়ে আমি যাই
এক বিধাতার তসবি জপি শব্দতে সাজাই।
ভরদুপুরে প্রকৃতির এই রূপের মাখামাখি
ঘরের ভেতর বসে বসে করছি আঁকাআঁকি।

Share.

মন্তব্য করুন