ভালো নেই ফুল আর ভালো নেই পাখি,
আলো নেই, নদীটির ছলছল আঁখি!
ভালো নেই মাঠ ঘাট ভালো নেই বন,
ভালো নেই গাছপালা ভালো নেই মন!

ভালো নেই দিঘি ঝিল ভালো নেই চর,
কারা যেন খেয়ে যায় দুধে পড়া সর!

দূষণে ভূষণে ঢাকা বায়ুমণ্ডল,
রুক্ষতায় ঢাকা আজ প্রকৃতির কোল!

ভালো নেই পরিবেশ কার যেন ভুল?
দিনে দিনে দিতে হবে ভুলের মাশুল!

Share.

মন্তব্য করুন