রোজ সকালে পাখির ডাকে জেগে তুমি ওঠো
ফুলের সুবাস নিতে তুমি ফুলের বাগে ছোটো।
ফুলের সাথে বসে তুমি কও কথা মন খুলে
গোলাপ রানি থাকে তোমার বিননি করা চুলে।
বিকেল হলে খেলতে তো যাও গাঁয়ের সবুজ মাঠে
খেলার শেষে দলেবলে ছোটো নদীর ঘাটে।

পাখির সাথে বলতে কথা যাও তো সবুজ বনে
পাখির সাথে সখ্য গড়ো ফুর্তি তোমার মনে ।
শিশির ভেজা ঘাসে তুমি হাঁটো নূপুর পায়ে
আদর করে মিষ্টি সুরে ডাকে তোমার মায়ে।
দুঃখ পেলে নদীর কাছে যাও তো তুমি ছুটে
তোমার দুঃখে নদীর সাথে ফুল পাখিরাও জুটে।

সারাক্ষণই থাকো তুমি ভীষণ হাসিখুশি
আমি তখন মনের ঘরে দুঃখগুলো পুষি।
কেউ বোঝে না কষ্ট আমার কেউ শোনে না কথা
কষ্টগুলো কেমনে ভুলি মনে তো খুব ব্যথা।
চার দেয়ালের মাঝে আমি বন্দী হয়ে থাকি
দুঃখগুলো মনের ঘরে খুব যতনে রাখি।

আমারও খুব ইচ্ছে করে ফুলের কাছে যেতে
ফুলের সুবাস নিয়ে যেন থাকি তো রোজ মেতে।
আমারও খুব ইচ্ছে করে যেতে তোমার গাঁয়ে
আদর করে মিষ্টি সুরে ডাকুক আমার মায়ে।

Share.

মন্তব্য করুন