বৃষ্টি নামে ঝমঝমিয়ে তালপুকুরের জলে
ধানের ক্ষেতে সবুজ মায়ায় মেঘের বরফ গলে
বাতাস এসে নেয় উড়িয়ে কালো মেঘের নাও
টুপ টুপ টুপ ভেজায় তারা নকশীকাঁথার গাঁও।

বৃষ্টি ভেজা পানকৌড়ি কাজল কালো চোখ
করতে শিকার পাপদা পুঁটি আড়াল রাখে ঝোপ।
মেঘের বাটি উপুড় হয়ে বৃষ্টি নামে যেই
তাকিয়ে দেখি আকাশ মাঠে রোদ পাখিরা নেই।

বৃষ্টি পেয়ে বেজায় খুশি ফসল বোনা চাষী
মেঘ গুড় গুড় বিজলি চমক আকাশজোড়া হাসি।
ফেরেশতা এক নাম মিকাঈল বৃষ্টি নিয়ে পিঠে
মানে না সে গরীব ধনী ভিজায় সবার ভিটে।

বৃষ্টি এলে গাছের পাতাও খলখলিয়ে হাসে
বন বনানী সব প্রাণীরাই বৃষ্টি ভালোবাসে।
পানি ছাড়া হয় না ফসল খরায় ফাটে মাটি
বৃষ্টিজলে সেই মাটিতেই ফসল ফলে খাঁটি।

Share.

মন্তব্য করুন