ঈদটা যেন
তোমার মতো আমার মতো
খুকুর মতো হয়,
ঈদটা যেন
ফুলের মতো সুবাসিত
সকল সময় রয়।

ঈদটা যেন
চাঁদের মতো আলোর মতো
তারার মতো হয়,
কচি ধানের
ডগার মতো শিশির ঝরা
ঘাসের মতো
শর্ষে ফুলের রেণুর মতো
মনটা করে জয়।

ঈদটা যেন
বাদল হয়ে আদুল গায়ে
ভোরের মতো
সারা বছর ঝরে,
ঈদটা যেন
তোমার মনে আমার মনে
এমনি করে
থাকে সকল ঘরে।

Share.

মন্তব্য করুন