সকাল হলেই দিনের শুরু সূর্য ওঠে,
রোদ ফুলেদের ঝিলিমিলি হাসি ফোটে।
সন্ধ্যা হলেই রাত্রি শুরু চাঁদটা জাগে,
আলোকিত জ্যোৎস্নাধারা ভালো লাগে।

এই পৃথিবী থেকে চাঁদটা অনেক দূরেই,
চাঁদমামাকে ডাকি আমি গানের সুরেই।
‘বাবা…বাবা…’ মামা শোনে নাকো যেনো!
আমার অতি কাছে আসে নাকো কেনো?

চাঁদমামাকে কাছে আনার উপায় নাই?
বলো বাবা বলো, আমি জানতে চাই।
‘শোনো, ছোট্ট একটা উপায় আছে খালি,
মাকে বলেই আনো পানি ভর্তি থালি।’

আমি এবং খোকা উঠোন মাঝে বসি,
চাঁদমামাকে হাজির করতে ফন্দি কষি।
পিঁড়ের উপর পানির থালি রাখি যখন,
সিন্দাবাদের মতো চাঁদটা এলো তখন।

পানির থালায় চাঁদমামাটা গেলো ঢুকে,
দেখছে খোকা তাই সানন্দে হাসি মুখে।
এতো কাছেই চাঁদকে পাবো, হয়নি ভাবা,
সত্যি আমি অনেক খুশি, থ্যংকু বাবা!

Share.

মন্তব্য করুন