প্রিয় বন্ধুরা,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো তোমরা। এবারে তোমাদের বার্ষিক পরীক্ষা এ মাসেই। পরীক্ষার প্রস্তুতি নিতে আলসেমি করো না। মনোযোগ দিয়ে পড়তে হবে।
বাংলাদেশের ঋতুতে এখন হেমন্তকাল। হেমন্ত মানে সোনালি রোদ আর সোনালি ধানের বিশাল জগৎ। দিগন্ত জুড়ে থাকে ধানক্ষেত। রাতভর ঝরে শিশির। সকালে ধানের পাতায় ঘাসের ডগায় মুক্তোর মতো জ্বলতে থাকে শিশির ফোঁটা। আহা কী সুন্দর ছবি! কী মায়াময় দৃশ্য! যেদিকে তাকাই চোখ ভরে ওঠে। মাথার ওপর বিরাট শূন্য আকাশ। গোটা আকাশ নীলে নীলে ছেয়ে থাকে।
আকাশের কোথাও থাকে না মেঘের আনাগোনা। তাই রোদ বড় স্বচ্ছ! বড় পরিস্কার! ঝকঝকে দিন থাকে হেমন্তের দিন। এই হেমন্তে অনেক ফুল ফোটে। কিন্তু ছাতিম ফুলটি খুব মিষ্টি সুবাস ছড়িয়ে দেয় হেমন্তের রাতে। যারা হেমন্তের মিষ্টি ঘ্রাণ চেনো তারা জানো কেমন সৌরভ এ ফুলের। আর যারা চেনো না তারা চিনে নেবে কিন্তু!
সেই সাথে ধন্যবাদ জানিও মহান স্রষ্টাকে যিনি প্রকৃতিকে এতো সুন্দর করে সাজিয়ে দিয়েছেন।

Share.

মন্তব্য করুন