৪ জুন, আগ্রাসনের শিকার নিরাপদ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস
৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস
৭ জুন, ছয় দফা দিবস
৮ জুন, বিশ্ব ব্রেইন টিউমার দিবস ও বিশ্ব মহাসাগর দিবস
১১ জুন, বিশ্ব জনসংখ্যা দিবস
১২ জুন, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস
১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস
১৬ জুন, সংবাদপত্রের কালা দিবস
১৭ জুন, বিশ্ব খরা ও মরুকরণের বিরুদ্ধে সংগ্রাম দিবস
১৮ জুন, বিশ্ব বাবা দিবস ও আন্তর্জাতিক পিকনিক দিবস
২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস
২৩ জুন, জাতিসঙ্ঘ জনসংখ্যা দিবস
২১ জুন, বিশ্ব সঙ্গীত দিবস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস,
২৩ জুন, আন্তর্জাতিক অলিম্পিক দিবস, জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস
২৬ জুন, ওষুধের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস, নির্যাতনের শিকারদের সহায়তা দিবস

২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস
১৭৫৭ সালের এই দিনে পলাশীর আম্রকাননে ব্রিটিশদের সাথে ঐতিহাসিক প্রহসনের যুদ্ধ বাংলার স্বাধীনতার সূর্য প্রায় ২০০ বছরর জন্য অস্তমিত হয়। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন কর থাকে।

কবি-সাহিত্যিকের জন্ম-মৃত্যু
আহমদ ছফা, ৩০ জুন ১৯৪৩ চট্টগ্রামের গাছবাড়িয়া গ্রামে
বঙ্কিমচন্দ্র চট্টাপাধ্যায়, ২৬ জুন ১৮৩৮ চব্বিশ পরগণা জেলার কাঁঠালপাড়া গ্রামে
মাওলানা আকরম খাঁ, ৭ জুন ১৮৬৮ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার হাকিমপুর গ্রামে
সুফিয়া কামাল, ২০ জুন ১৯১১ বরিশালের শায়েস্তাবাদে।
নির্মলেন্দু গুণ, ২১ জুন ১৯৪৫ নেত্রকোণার বারহাট্টার কাশবন গ্রামে।
মাইকল মধূসদন দত্ত, ২৯ জুন ১৮৭৩ কলকাতা আলীপুর হাসপাতালে।
মুহম্মদ আবদুল হাই, ৩ জুন ১৯৬৯ মালিবাগ রেললাইনে কাটা পড়ে।
অমিয় চক্রবর্তী, ১২ জুন ১৯৮৬ শান্তিনিকেতনে
এস ওয়াজেদ আলী, ১০ জুন ১৯৫১ কলকাতায়।
জাহানারা ইমাম, ২৬ জুন ১৯৯৪ ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে।

Share.

মন্তব্য করুন