বিধাতার সৃষ্টির মধ্যে রয়েছে বিশাল রহস্য আর অদ্ভুত চমক। আকাশ, বাতাস, চাঁদ, সূর্য গ্রহ, নক্ষত্র এমনকি পানিতেও সে চমক পরিলক্ষিত হয়। পানি বর্ণহীন তা আমাদের অজানা নয়। অথচ বর্ণহীন হওয়া সত্ত্বেও সমুদ্রের পানি নীল দেখায়। আবার সে পানি নদীতে পড়লে নীল হারিয়ে যায় কোন অজানায়। অথবা সমুদ্র থেকে পানি কোন ছোট পাত্রে উঠালেও তখন তা বর্ণহীনই লাগে। ঠিক যেনো এক ম্যাজিক। তবে বিজ্ঞান চর্চায় বহু আগেই সে ম্যাজিকের সমাধান দিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। আমাদের জানা আছে সূর্যের আলো সাত রঙের আলোর সমিষ্ট। আর এই সাত রঙের সাতটি তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তবে সাতটি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সমান নয়। বিজ্ঞানের সাফল্যে আমাদের অজানা নয় যে এই সাতটি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেমন সব চেয়ে বেশি, তেমনি নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। সূর্যের আলো কোনো বস্তুর উপর পড়লে আলোর প্রতিফলনের মাধ্যমে আমরা বস্তুটি দেখতে পাই। সে ক্ষেত্রে বস্তুটি সূর্যের সব আলো শোষণ করে নিলেও যে রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছে, আমরা সে রঙটি দেখতে পাই। এই সূত্র মতে সমুদ্রের পানি অতি স্বচ্ছ বলে তা সূর্যের সকল বর্ণের আলোই শোষণ করে। তবে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট নীল বর্ণের আলো খুব বেশি শোষণ করতে পারে না। ফলে তার কিছু অংশ প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে। এ জন্য আমরা সমুদ্রের রঙ নীল দেখতে পাই। আবার যেহেতু কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর বিক্ষেপণ বেশি, তাই তা চারিদিক ছড়িয়ে পড়ে। যার ফলে নীল আলো সমুদ্রের পানির সাথে বিক্ষেপিত হয়ে চারিদিক ছড়িয়ে যায়। এ কারণেও কিন্তু সমুদ্রের পানি নীল দেখায়।

তবে ঐ একই পানি নদীতে পৌঁছালে নীলের বিলুপ্তি ঘটে। এ ক্ষেত্রে আলোর এ প্রতিফলনের হার পানির পরিমাণ বা উচ্চতার উপর নির্ভর করে। নদীর গভীরতা সমুদ্রের চেয়ে কম হওয়ায় পানির পরিমাণ কম। তাই নীল বর্ণের প্রতিফলনও সমুদ্রের চেয়ে কম। অন্যদিকে এক পাত্র বা এক গ্লাস পানিকে কখনোই নীল দেখা যাবে না। কারণ কম পানি থেকে প্রতিফলিত নীল আলোর পরিমাণ এতোই কম যে তা আমাদের চোখে ধরা পড়ে না। উপরন্তু সাগরের পানি স্বচ্ছ ও গভীর হয়ার কারণে এটি সূর্যের প্রায় সব আলোই শোষণ করতে পারে। কেননা যেকোনো স্বচ্ছ বস্তুর আলো শোষণ ক্ষমতা বেশি। আর নদীর পানি অস্বচ্ছ ও ঘোলা বলে সমুদ্রের তুলনায় কম আলো শোষণ করে। তাই নীলের প্রতিফলনও সাগরের তুলনায় কম। সে কারণে আমরা নীল আলোর প্রতিফলন নদীর পানিতে ততটা দেখতে পাই না। একই ভাবে বিশাল সাগরের বিরাট জলরাশিতে যে পরিমাণ নীল আলোর বিচ্ছুরণ ঘটে তা নদীর কম পানিতে ঘটে না। ফলে নদীর পানির তুলনায় নীল আলোর বিচ্ছুরণ সমুদ্রের পানিতে বেশি হয়। তাই নদীর তুলনায় সমুদ্রের পানিতে নীলের প্রাধিক্য আমাদের দৃষ্টিতে বেশি ধরা পড়ে। বাস্তবিকভাবে সমুদ্রের পানি নীল বলেই মনে হয়। সেজন্যই বুঝি বিশাল সমুদ্রে নীলের এই সমারোহ দেখে সমুদ্রবিলাসীদের মন হারিয়ে যায় নীলের সাম্রাজ্যে।

Share.

মন্তব্য করুন