এই বৃষ্টি
যাচ্ছো কোথায় বাড়ি কোথায়
মেঘ সাগরের পাড়!
চললে কোথায় আকাশ ছিঁড়ে
জোরছে তালে আস্তে ধীরে
তাল মিলানো বানের ঢলে

দু’কূল ভাঙা নদীর দলে –
চললে দূূূরে কোন অজানায়

হৃদয় ভরা কোন মনিহার
যাচ্ছো কোথায় দিচ্ছো পাড়ি
মেঘের বসত আড়ি আড়ি
ফিরবে নাকি আর!

ফিরবো আমি উর্বরাতে
রাত্রি কিংবা ভোর প্রভাতে
ফিরবো আমি প্রপাত ছলে
ফুল ফসলের দলে দলে।

ফিরবো আমি সাগর ফণায়
সৃষ্টি সুখের মিষ্টি কণায়।

বৃষ্টি তোমার মিষ্টি কথায় যাচ্ছি ভুলে
কিছু কথা বলছি তবু প্রাণটা খুলে-

অনিয়মের ভেলকি দেখাও
ধ্বংস খাতায় নামটি লেখাও
উল্লাসে মন দৈত্য দানব
ক্ষুব্ধ হতাশ রুদ্ধ মানব।

বৃষ্টি আমি মিষ্টি মধুর
ইস্টিশনটা খুব বেশি দূর!
একটু থামি বানের ঢঙে
তাতেই সৃষ্টি রং-বেরঙে।

বৃষ্টিতে মন চোখ জুড়ানো
ছন্দ গানে সুরটি আনো

এই তো আমি বৃষ্টি তোমার
বাড়ি আমার মেঘের দেশে
মেঘে মেঘে খেলার ছলে
বেলা কাটে রঙিন বেশে।

বৃষ্টি হলে ভূলোক হাসে
সবুজ সতেজ রূপ প্রকৃতি
ফুল ফসলের হাতছানি আর
বৃক্ষরাজি বন-বনানী।

বৃষ্টি আমি নই তো কিছু
সবই আল্লাহ মেহেরবানি।

Share.

মন্তব্য করুন