ফুলশিশু রাজপথে ফুল নিয়ে হাতে
যাত্রীর কাছে ছুটে দিনে আর রাতে
কেউ যদি ফুল কিনে সুবাসিত হয়
শিশুটির খিদে মিটে এর বেশি নয়।
বইশিশু বই নিয়ে জ্ঞানী লোক খোঁজে
শিশুটির শোক, দুখ কেউ যদি বোঝে
বই কিনে বই পড়ে আলোকিত হয়
সেইদিন খাবে শিশু কিছু নিশ্চয়।
টয়শিশু ঘুরে ট্রেনে, রাস্তায়, বাসে
টয়গুলো নিয়ে যায় ক্রেতাদের কাছে
কেনো পিতা কিনে যদি বাড়ি নিয়ে যায়
সন্তান খুশি হলে টয়শিশু খায়।
মৌলিক অধিকার বঞ্চিত হয়ে
কোনোভাবে বাঁচে ওরা শত পরাজয়ে
পথশিশু যা যা বেচে এসো তা তা কিনি
তারা যেন খায় ভাত, মাছ, দুধ, চিনি।

Share.

মন্তব্য করুন