হঠাৎ করে বৃষ্টি এসে গেলো
বৃষ্টি নিয়ে ভাবছি এলোমেলো
কেমন করে বৃষ্টি আসে কেমন করে যায়
মেঘের বাড়ির কোন ঠিকানা কোন সে আকাশটায়!

প্রথম যেদিন বৃষ্টি আমার ভিজিয়ে দিলো চুল
আমার সাথে ছড়িয়েছিলো গোলাপ রাঙা ফুল।
ফুলের পাশে দুলছে পাতা নীচে সবুজ ঘাস
ভিজতে পেরে আমার মনে হায় সে কি উল্লাস!

গর্তে ঢোকে পিঁপড়েগুলো ফড়িংগুলো চুপ
ডোবার জলে শব্দ ফোটে টাপুর টুপুর টুপ।
শালিকগুলো দোয়েলগুলো পালিয়ে গেলো যেই
ওমা দেখি ফুলের বুকে মৌমাছিও নেই।

কোথায় গেলো কোথায় গেলো পাখপাখালির দল
বন-বনানীর বুকে শুধু বৃষ্টি ছলাচ্ছল।
পাহাড় চূড়োয় বৃষ্টি নামে নদীর বুকে নামে
ছলছলানি বৃষ্টি আবার হঠাৎ করে থামে।

মাঠের বুকে একলা আমি এক্কেবারে একা
বৃষ্টি ধুসর ধোঁয়ায় ধোঁয়ায় যায় না কিছুই দেখা।
হাতের তালু বাড়িয়ে রাখি বৃষ্টি এসে পড়ে
বৃষ্টি ফোঁটায়, ফোঁটায় ফোঁটায় চোখের পাতা নড়ে।

কি বললে? ভয়ের কথা? কিশের আবার ভয়
ভয়ের চোটে ঘরের কোণে বসে থাকলে হয়!
আরে না না ভয় করো না ডর করো না আর
বুকের ভেতর জাগিয়ে রাখো সাহসী সম্ভার।

Share.

মন্তব্য করুন