ট্রেনের বুকে যেই চেপেছি
অমনি এলো পানি
ভিজিয়ে গেল শহর পাড়া
ইট পাথর রাজধানী।

ভিজিয়ে দিলো নদী পাহাড়
গহীন বনের সবুজ আঁধার
ভিজিয়ে গেলো পাখপাখালি
ভিজিয়ে দিয়ে এই পৃথিবী
হচ্ছে আকাশ খালি।

আকাশ মাঝে বাজের আলো
সরাতে চায় মেঘের কালো
মেঘ বড় বিদঘুটে

মেঘ সরিয়ে হঠাৎ করে
সূর্য মামা উঠে।

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
মেঘের বুকে দেয়া
বৃষ্টি পানির ছোঁয়ায় ফোটে
হলুদ কদমকেয়া।

Share.

মন্তব্য করুন