চাঁপাইনবাবগঞ্জে আছে নানান আমের সারি
দেখতে যেমন চোখ ধাঁধানো খেতেও মজা ভারি।
ল্যাংড়া হলো আমের রাজা ভয় পেয়ো না শুনে
নাম শুনতে মন্দ হলেও মন্দ নয় তো গুনে।

ফজলি দেখতে অনেক বড়ো মিষ্টি দারুন আছে
ডালভাঙ্গা আম ধরে কিন্তু থোকায় থোকায় গাছে।
চিনিপাতা, কাঁচা মিঠা আর কোয়া পাহাড়ী
রসে থাকে টৈটম্বুর দেখতে তা বাহারী।

হিমসাগর আর গোপালভোগ তো মধুর মতো মিষ্টি
আম্রপালির রূপ দেখিলে সরবে না তো দৃষ্টি।
আশ্বিনা আর লখনা, বোম্বাই আছে ভাঙ্গা হাড়ি
খেতে যেমন দারুণ মজা দেখতে তেমনি ভারী।
শত শত জাত আছে ভাই বলবো পরে আবার
বর্তমানে আম দ্বারা হয় নানান মজার খাবার।

চকলেট, আচার, আম রেসিপি জুস, জেলি, আমসত্ব
আমের পায়েস, তরকারি আর চাটনি সালাদ কত্ত।
মজা করে খেতে চাইলে চাঁপাইয়ে দাও পাড়ি
নানান জাতের আম রেখেছি গাছে সারি সারি।

Share.

মন্তব্য করুন