কুরবানীতে ঈদের রাতে চাঁদের সঙ্গে হাসি,
দুস্থ এবং আপনজনদের খুব যে ভালোবাসি।

পাড়া পড়শি সবাই মিলে আনন্দ ভাগ করি,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাত জড়িয়ে ধরি।

দুস্থজনদের ঘরে ঘরে গোশত পৌঁছে দেই যে,
ঈদের দিনে তাইতো মনে কোনো দুঃখ নেই যে।

সম্প্রীতির উদার আকাশ ভাসে সবার চোখে,
দুঃখ ভুলে সুখের হাসি হাসে হাজার লোকে।

স্রষ্টার প্রতি আনুগত্যে ওড়ায় না কেউ ফানুষ,
উজ্জীবিত ত্যাগের ধারায় ধর্মভীরু মানুষ।

Share.

মন্তব্য করুন