রোদের জরি চমকালো ওই সবুজ পাতার বনে,
ভোর আজকের জমকালো সেই ঢেউ তুলে যায় মনে।
রোদের আদর মেখে ডানায় নাচে পাখির ছানা,
হঠাৎ করে ডাকলো আমায় দূর থেকে কে? মা না?

হাজার পাখির ভিড়ের মাঝে মা যেন এক পাখি,
ছড়ার খাতায় বসে বসে মায়ের ছবি আঁকি।
ঝিরিঝিরি হাওয়া এসে বলল ফুলের কানে,
বলবে আমায় তোমার এতো খুশি থাকার মানে?

ফুল হেসে যায় পাপড়ি থেকে সুবাস ঝরে পড়ে,
ফুলের সুবাস প্রজাপতির মনটা উদাস করে!
স্বপ্ন দুয়ার যায় খুলে যায় আর ভেঙে যায় ভুল,
হাজার রঙিন ফুলের মাঝে মা যেন এক ফুল।

একট দুটি জোনাক জ্বলে বাড়ির আঙিনাতে,
দূর আকাশের তারা না কি নেমে এলো রাতে!
তারার চোখে নেই বুঝি ঘুম চাঁদও আছে জেগে,
চাঁদের দেশে মন যেতে চায় উড়ে হাওয়ার বেগে।

চাঁদটা যখন হাসে তখন মুখ করে ঝিলমিল,
চাঁদের সাথে আছে আমার মায়ের প্রচুর মিল।
মা যদি রয় পাশে খুশির বাঁধ ভেঙে যায় বাঁধ,
মন আকাশে নূর ছড়ানো মা যেন এক চাঁদ।

Share.

মন্তব্য করুন