আম পেকেছে জাম পেকেছে
সাথে কিছু লিচু
মৌমাছিদের ভিড় জমেছে
সেসব ফলের পিছু।
মাছি ছোটে পোকা ছোটে
ছোটে কত প্রাণি
ভোঁ ভোঁ ভোঁ শব্দ তাতে
কী যে পেরেশানি।

ফুলে ফুলে উড়তে গিয়ে
প্রজাপতি কহে
টসটসে এই ফলের দিনে
মিষ্টি সুবাস বহে।
মিষ্টি আমে ঠোকর মারে
কত কী সব পাখি
ফল খেতে সব হয় যে জড়ো
যায় জুড়িয়ে আঁখি।

গলা ভেজায় আমের রসে
তারপরে ঠিক ছোটে
চোখেমুখে ঝিলিক তাদের
খুশির হাসি ফোটে।
বন্ধু তুমি এসো আমার
আম কাঁঠালের বাড়ি
খেয়েদেয়ে ছুটে যাবে
দিতে সাগর পাড়ি।

লাগবে কিছু সময় আরো
গাছের কাঁঠাল পাকতে
আম ও লিচু শেষ হয়ে যায়
খেয়ে যেয়ো থাকতে।

Share.

মন্তব্য করুন