মেঘে ঢাকা আকাশ জুড়ে ফুটবে যখন তারা
সেই আকাশের প্রতি কণায় ফুলেল ইশারা।
সেই ইশারায় উঠবে জেগে হাজার হাজার লোক
মাখবে গায়ে খুনের ছটা থাকবে কিছু শোক
শোকের মাতম শেষ করেই যুক্ত হবো মিছিলে
সব হারানোর ব্যথাগুলো ভুলে যাবো খোশ দিলে
থাকবে তখন মনমুকুরে লুকানো সৌরভ
থাকবে তাতে বর্ষা কুসুম পাখির কলরব
নদীর বুকে পাল তোলা নাও ভাটিয়ালি গান
দাওয়ায় বসে হাতেম আলীর মারফতি টান
থাকবে তাতে মাঠজুড়ে সোনা ভরা ধান
থাকবে তাতে ফুরিয়ে যাওয়া হারানো শৈশব
হ্যাজাক জ্বেলে রাত্রিবেলায় গানের পাঁচ তারা
জঙ্গনামার ভিতর থেকে যুদ্ধ জয়ের আশা
থাকবে আরো মীর সাহেবের বিষাদ মাখা ভাষা
সেই ভাষারই প্রধান কবি রবীন্দ্রনাথ-নজরুল
থাকবে আরো রক্তমাখা হাজার শাপলা ফুল।

Share.

মন্তব্য করুন