পাতায় পাতায় পাল্টা খাওয়া দোল
ফিঙে পাখির খুশির উতরোল।

খিলখিলিয়ে হাসছে আলোর ভোর
আকাশ যেন রৌদ্রমাখা দোর।

ছুটলো বাতাস দূর যে বহুদূর
আকুল মনে ছন্দ মালার সুর

খোকারে তুই আছিস কেন চুপ
এই হেমন্তে একটু দেনা ডুব।

দুই.

সবুজ সবুজ পাতা ঢেউ খেলে যায়
চুপি চুপি চোখ দুটি কেউ মেলে চায়।

পাতায় পাতায় দেখো কী যে মায়া রূপ
দেখে দেখে মনে হয় ঝলমলে খুব।

আমপাতা জামপাতা চোখের পাতায়,
হেমন্তের সুর গাঁথি লেখার খাতায়।

Share.

মন্তব্য করুন