আমার মনে পাখি হওয়ার সাধ,
পুচ্ছ নেড়ে সবুজ বনে বনে
উড়বো কেবল খেয়াল খুশি মনে
কেবা তখন আমার নাগাল পায়
আমি কি আর ফিরবো আমার গাঁয়?

আমার তখন তাধিন তাধিন মন
আপন আমার দূরের সবুজ বন।
পিছন থেকে যে বা ডাকুক আর
মানবো না তো বাঁধ,
আমার ভীষণ পাখি হওয়ার সাধ।

আমার কেবল পাখি হওয়ার ঝোঁক,
বইখাতারা থাক টেবিলে পড়ে
সূর্য ওঠা ভোরে
যাবো না তো পাঠশালাতে
কচলিয়ে দু’হাত,
পড়বো নাতো সাধের ধারাপাত।
বিদ্যালয়ের ফার্স্ট বেঞ্চার
মারিয়াটা হোক,
আমার কেবল পাখি হওয়ার ঝোঁক।

আমি যদি সত্যি পাখি হই,
আম্মু তখন বকবে কাকে বলো
দুষ্টু বলে কান দুটো যে মলো!
সন্ধ্যা হলেই পড়ার ঘরে
কাকে নিয়ে যাবে,
সারাটা ঘর খুঁজে খুঁজে
আমায় কি আর পাবে?
আমি তখন সারাটা বন উড়ে
এডাল ওডাল বড্ড ঘুরে ঘুরে
ছোট্ট নীড়ে চুপটি করে রই,
আমি যদি সত্যি পাখি হই!

Share.

মন্তব্য করুন