কেমন করে তারার দেশে
এলাম আমি হেসে হেসে
কিছুই জানা নাই;
তারার দেশে- সব তারাদের চেহারা একটাই।

অনেক বছর পার হয়েছে, হারিয়েছি মাকে
বলত সবাই ‘তোর মা জানিস, তারার দেশে থাকে।’
তাই জেনেছি তারার দেশে মায়ের বসবাস
খুঁজে পাব মাকে আমি অন্তরে বিশ্বাস।

এদিক- ওদিক খুঁজে ফিরি- মা মা করে ডেকে
মা কি আড়াল করছে তাকে, আমার আসা দেখে?
আমার সাথে লুকোচুরির মার ছিল না জুড়ি
খুঁজে পেয়ে দেখিয়ে দিতাম আমার বাহাদুরি।

মা কি তবে লুকোচুরি খেলছে আগের মত?
আহা! যদি মাকে নিয়ে আগের জীবন হত…
আবার যদি আগের মত খেতাম মায়ের হাতে…
ঘুমিয়ে যেতাম মাথা রেখে মায়ের কোলে রাতে…

রোজ সকালে আমাকে মা ডাকলে ঠেলে ঠেলে
আমি মাকে জড়িয়ে নিতাম বালিশ ছুঁড়ে ফেলে।
মাকে পেলে বলব রেগে, ফিরে যেনো আসে
সুখে-দুঃখে রাখব আমি তাকে নিজের পাশে।

বলব রেগে আরো তাকে, পাশের বাড়ির অলি
এখনো তার মায়ের সাথে হয় যে গলাগলি।
এসব দেখে আমার কেবল আসে চোখের জল
তোর কি রে মা আমার জন্য মন কাঁদে না বল?
আয়রে আমার মা-
আসছি যখন তোকে ছাড়া
ফেরত যাবো না!

তারার দেশে মা মা ডেকে আমি যে হয়রান
হঠাৎ আমার ঘুম ভেঙে দেয় মার শরীরের ঘ্রাণ।

Share.

মন্তব্য করুন