কু-ঝিকঝিক শব্দ করে রেলগাড়িটা চলে
আপন মনে রেলগাড়িটা কতোই কথা বলে।

যাবো আমি সেই গাড়িতে চড়ে নানু বাড়ি
পাহাড় নদী ঝরনাধারা সীমানাটা ছাড়ি।

ভালো লাগার একটি প্রহর কাটবে আমার সুখে
গান ধরবো গুনগুনিয়ে থাকবে হাসি মুখে।

চোখের তারায় ভাসবে স্বপন আঁকবো ছবি বুকে
অচিন দেশের পরি এসে দাঁড়াবে সম্মুখে!

দিন পেরিয়ে রাতের শেষে থামবে আমার গাড়ি
পৌঁছে যাবো চির চেনা আমার নানু বাড়ি।

Share.

মন্তব্য করুন