বাবা নামের সাথে মাখা কত দরদ মায়া
বাবা সবার খুব নিকটের শ্রদ্ধা ভরা মায়া
বাবা তিনি কষ্ট সয়ে দেখায় হাসি মুখ
কেউ বোঝে না লুকিয়ে থাকা বাবার পোড়া বুক।

বাবা আমার অমায়িক আর স্নেহ দিয়ে ঘেরা
বাবা আমার খেলার বন্ধু সবার থেকে সেরা
যখন বাবার দিন কেটে যায় অসুখ বুকে নিয়ে
তবু বাবা মুচকি হাসে অটুট সাহস দিয়ে।

তিনি আমার স্বপ্নে ঘেরা নীতির নৈতিকতা
সঠিক পথে চলতে শেখায় বাণী অমর কথা
বাবা তিনি পরেন বটে ছেঁড়া জুতা পায়ে
দেখায় বড্ড সুখে আছে চড়ে সুখের নায়ে।

বাবা পারেন টানতে অনেক জীবন নামের ঘানী
দেয় মুছে দেয় আড়াল থেকে হাজার দুখের গ্লানি
ছেলে মেয়ের মন যোগাতে হায়রে কত দিশা
জীবন পাড়ি দিতে কাটান ঘোর অমানিশা।

তিনি আমার বাবা হয়ে পূরণ করেন আশা
এর’চে বেশি কোথায় পাবো আদর ভালোবাসা
খুব যে কষ্টে থাকে বাবা বলতে নারাজ যদি
হারায় তবে স্বপ্ন খোকার অশ্রু গড়ায় নদী।

চায় না বাবা খোকা খুকির যাক হয়ে যাক কিছু
ছায়া হয়ে থাকেন বাবা সবার পিছু পিছু
বাবা আমার হারিয়ে গেছে পূর্ণিমারই রাতে
বইছে জীবন নীরব চালে থাকি বাবার সাথে।

Share.

মন্তব্য করুন