প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাই।

ঈদ মুবারক!
কোরবানি ঈদ আনন্দের ঈদ! ত্যাগের মহিমাময় ঈদ!
মহান আল্লাহ তায়ালার খুশি অর্জনের ঈদ। এই ঈদে কোরবানি দেওয়ার আয়োজন হয়। কোরবানি দেওয়া হয় শুধু মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহর রহমত অর্জনের জন্য।
এ মাসে মুসলমানদের আরও একটি বড় ইবাদত অনুষ্ঠিত হয়। যাকে বলা হয়- হজ্জ। হজ্জ হলো পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় আধ্যাত্মিক সম্মিলন।
সারা পৃথিবী থেকে মুসলমানগণ পবিত্র কাবা শরিফকে ঘিরে একত্রিত হন। এটি মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার এক বিশেষ উপহার।

প্রকৃতিতে এখন বর্ষাকাল। বর্ষায় বৃষ্টির উৎসব চলে। যখন তখন বৃষ্টি নামে। মজা করে দু’একবার বৃষ্টিতে ভেজাও যায়। কিন্তু বেশিক্ষণ নয়! আবার বারবারও নয়। ঠাণ্ডা, সর্দি, কাশি এমনকি জ্বরও হতে পারে। সুতরাং বৃষ্টি থেকে বেঁচে চলতে হবে।

সবাই ভালো থেকো খুব।

Share.

মন্তব্য করুন