প্রিয় বন্ধুরা,
শুভেচ্ছা জানাই। নিশ্চয় ভালো আছো সবাই। ভালো থাকতে হবে। জীবনে ভালো থাকা খুব জরুরি।
হ্যাঁ, কখনও কখনও মন খারাপ হয়ে ওঠে। কেনো? কত কারণ ঘটে। তবে মন খারাপ হলে আকাশ দেখো। আকাশের বিশাল শূন্যতায় অথবা দিগন্তে চেয়ে থাকলে মন ভালো হয়।
আকাশ নিয়ে কত কি ভাবনা জাগে! কত কি ঘটে আকাশের বুকে। কালো মেঘ ধলো মেঘ ধূসর এবং কমলা রঙের মেঘ। আরও আরও কত মেঘের আনাগোনা আকাশের বুকে। ফ্লাইং সসারও আকাশের বিষয়! তবে ফ্লাইং সসার নিয়েও আছে অনেক অনেক গল্প।
আমাদের জাতীয় কবির মৃত্যুবার্ষিকী এ মাসে। জাতীয় কবির জীবনী পাঠ করতে হবে আমাদের। পড়তে হবে তার লেখা। এভাবে পাঠের মাধ্যমে আমরা বড় হয়ে উঠবো। বড় হতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানে বড় হলেই সত্যি বড় হয়।

Share.

মন্তব্য করুন