বিলের ধারে নীলের বাড়ি তারপরে ভাই সাদা
সেই সাদাতে ঘুমায় দেখো ঈদের শাহাজাদা।
মস্তবড় হিরার পালঙ আবির মাখা জাজিম
ঘুরে ঘুরে মেঘের হাওয়া করছে তারে তাজিম।

মাথার কাছে তারার বাতি দাঁড়িয়ে সারারাত
শাহজাদার নরম চুলে রাখছে কোমল হাত।
উড়ছে কত গানের পাখি সোনায় মোড়া পাখ
পায়ের কাছে জটলা করে হাজার পরীর ঝাঁক।

পাপড়ি খুলে জাফরানি ফুল গন্ধ করে বিলি
শাহাজাদার পালঙ্কে তাই আলোর ঝিলিমিলি।
দেওয়াল জুড়ে ঢাল-তলোয়ার চাবুক ঝুলে পাশে
শিশির ধোয়া প্রাসাদখানা শূন্যে শুধু ভাসে।

চলতে পথে উলকারা দেয় খুশির ঘরে উঁকি
মাথায় মাথায় লাগল বুঝি ভীষণ ঠোকাঠুকি।
সেই আওয়াজে উঠল জেগে ঈদের শাহাজাদা
ছড়িয়ে পড়ে সুরের নহর পাখির গলা সাধা।

রঙধনুদের বিরাট ঘড়ি উলটে দেখে শেষে
শাহাজাদার পড়ল মনে ফিরতে হবে দেশে।
সিংহদ্বারে আসল ধীরে চাঁদের পঙ্খিরাজ
উঠল পিঠে শাহাজাদা মাথায় ঈদের তাজ।

ধূমকেতুরা পুচ্ছ দোলায় হাততালি দেয় তারা
ফেরেশতাদের বাগান জুড়ে কিসের যেন সাড়া।
আকাশ থেকে চুমকি ঝরে বাতাস চলে ধীরে
শাহাজাদার পঙ্খিরাজ নামছে বুঝি নীড়ে।

বিনয় করে বৃহস্পতি, মঙ্গলে কয় আসো
বুধ-শুক্র বলছে ডেকে আমায় ভালোবাসো।
হীরার পালঙ তারার-বাতি যতই থাকুক খাসা
পৃথিবীটার জন্য আমার সকল ভালোবাসা

Share.

মন্তব্য করুন