যেখানে আকাশ সঙ্গে বাতাস মাটিতে রেখেছে হাত,
সেখানে ঈদের খবর ছড়িয়ে ভোর নিয়ে এলো রাত।
সকাল থেকেই শুনছি তারই সেতার ও এস্রাজ
ঈদ এসেছে ঈদ এসেছে শ্যামল দেশে আজ।

বাংলাদেশের শত শত নদী মোহনায় জেগে ওঠে,
ঈদের আতর বাগানে বাগানে তারা ফুল হয়ে ফোটে।
পাখিরা করছে নানা সংলাপ, বহুমুখী কলরব,
ভৈরবী, কাফি নাকি দরবারে হবে এই উৎসব?

তবু বিশে^র নিঃস্ব কুটিরে ঈদ কাঁপে লজ্জায়,
শোষকের বুটে পিষ্ট পৃথিবী বেদনায় কাতরায়।
ফিলিস্তিনের প্রতি ঘরে ঘরে মানবতা মরে ভূত,
বিশ^ নেতারা ঘাতকের পাশে, ব্যাপারটা অদ্ভুত!
কাশ্মীর থেকে ইরাক, সিরিয়া, আফগান লালে লাল
লিবিয়া এবং সোমালিয়া জুড়ে কষ্টেরা উত্তাল।

গুম খুনে যারা দোজখ বানায়, কাড়ে সব অধিকার,
তারাই অসুর, তারা অভিশাপ, হোক এর প্রতিকার।
অসুর বিনাশে এই ঈদে চাই দুর্বার সংহতি,
তবেই ঈদের সব আনন্দ ফিরে পাবে সঙ্গতি।

Share.

মন্তব্য করুন