প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
এইতো বছর পেরিয়ে আমাদের মাঝে উপস্থিত হলো আরেকটি নতুন বছর ২০১৯। তোমাদের প্রতি রইলো নতুন বছরের ফুলেল শুভেচ্ছা। জানুয়ারি হলো ইংরেজি সালের প্রথম মাস। ফলে এ মাসের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। বছরের প্রথম মাসেই আশা করি তোমাদের হাতে পৌঁছে গেছে নতুন ক্লাসের নতুন বই। নতুন বইয়ের সৌন্দর্য ও সৌরভই আলাদা! প্রাণ জুড়ানো, চোখ ধাঁধানো। নতুন বই পেয়ে নিশ্চয়ই তোমরা দারুণ খুশি!
হ্যাঁ বন্ধুরা, বছরের প্রথম মাস থেকেই খুব ভালো করে একটি ব্যক্তিগত রুটিন তৈরি করে নাও, আর তারই আলোকে সময়গুলো কাজে লাগাও। তাহলে দেখবে সুন্দরে ও সাফল্যে ভরে উঠেছে তোমাদের জীবন। নতুন বছর বয়ে আনুক সকলের জীবনে স্বপ্ন-সম্ভাবনা ও সার্বিক সফলতা।
তোমাদের জন্য এটাই আমাদের একান্ত কামনা।