জানালার পাশে ছিল লেজঝোলা পাখি
কিচির-মিচির শুনে খোকা খোলে আঁখি।
সকালের তাজা রোদ ঘরে ঢুকে পড়ে
দখিনা বাতাস দেয় দোলা অন্তরে।

আম্মু ডাকেন বাবা, ইশকুলে যাও
অমনি ঝড়ের বেগে আলসে উধাও।
লাফ দিয়ে উঠে হাত-মুখ ধুয়ে ছোটে
আয়েশের নাস্তা কি কোনোদিন জোটে!

প্রতিদিন ইশকুল প্রতিদিন পড়া
কার ভালো লাগে ঘড়ি ধরে কাজ করা।
ইশকুল জেলখানা, স্বাধীনতা নাই
পাখিদের মতো আমি জীবনটা চাই।

ধরাবাঁধা নিয়মের জীবন কে চায়
লেজঝোলা পাখি রোজ খোকাকে কাঁদায়!

Share.

মন্তব্য করুন