আম্মু বলেন রান্না ঘরে
কে ঢুকেছে? ডিনা!
দুষ্টু ডিনা হেসে বলে
জি না- বাবা! জি না।

কে খেয়েছে হাঁড়ির পায়েস
মিনা তুমি কিনা?
জি না- বাবা! জি না।

সেদ্ধ ছিল হাঁড়ির মাংস
পেঁয়াজ মরিচহীনা,
পিঠা পুলি চারটি কেন!
কে খেয়েছে, টিনা?
জি না- বাবা! জি না।

কে নেচেছে রান্নাঘরে
তাক ধিনা ধিন ধিনা!
জি না- বাবা! জি না।

মিথ্যা কেন বলছ ডিনা!
খোদা করবেন ঘৃণা,
জি না- বাবাহ্! জি না।
খাইছি আমি- নাচছি আমি
করছি স্বীকার সব,
মাফ করে দাও রব,
মাফ করে দাও রব।

Share.

মন্তব্য করুন