বৃষ্টি পড়ে টাপুরটুপুর
মিষ্টি মধুর সুর,
বিলে-ঝিলে জলাশয়ে
পানিতে ভরপুর।

বৃষ্টি পড়ে দূর্বাঘাসে
সজীবময়ী প্রাণ,
মাঠের বুকে বেড়ে ওঠে
আউশ- আমন ধান।

বৃষ্টি পড়ে বাগবাগিচায়
সুবাস ছড়ায় ফুল,
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
ডুবে নদীরকূল।

বৃষ্টি পড়ে দাদুর মাথায়
জ্বরে কাঁপে বুক,
ঘনঘন কাশির চোটে
হারায় দাদি সুখ।

Share.

মন্তব্য করুন