গাঁয়ে এসে পৌঁছাতে নেমে এলো রাত্রি
মেঠোপথে হেঁটে যায় শহরের যাত্রী,
শিয়ালের হাঁক শুনে পথ গেল থমকে
ভৌতিক ছায়া দেখে পিল গেল চমকে।

ঝিমধরা রজনীতে কারা করে নিত্য?
শিহরিত পথিকের কেঁপে উঠে চিত্ত,
ওরা বুঝি ভূত-প্রেত অতৃপ্ত আত্মা
নেচে গেয়ে দিয়ে যায় ভয়ানক বার্তা।

ঐ যেন ওরা সবে ক্রুর হাসি হাসছে
গর্দান মটকাতে এই দিকে আসছে,
ভয় পেয়ে পথিকের গলা আসে শুকিয়ে
কোনদিকে ছুটে যাবে কোথা যাবে লুকিয়ে?

মাঠ ধরে পথিকও প্রাণ পণে ছুটল
হয়রান হয়ে কারো উঠোনেতে উঠল,
লোকজন জড়ো হলো ঘটনা কী জানতে
কোথা থেকে ভূত এলো ধূধূ ঐ প্রান্তে !

ঐখানে কলাপাতা হাওয়াতে ভাসছে
ছায়া দেখে মনে হয় ভূত-প্রেত নাচছে।

Share.

মন্তব্য করুন