সন্ত্রাস করে দেশটা তিনি কাঁপান
ধন গ্রাস করে হেঁচকি তুলে হাঁপান
খুন ঝরিয়ে মজা পেয়ে করেন তিনি চা-পান
চুন ছড়িয়ে মেঝের উপর উল্টা সিধা লাফান

অসুখ হলে গায়ের প্রেসার ঘন ঘন মাপান
অবুঝ মনে পদ্য লিখে পত্রিকাতে ছাপান
ভাদ্র মাসের রৌদ্র দেখে মাঠের মধ্যে দাপান
আদ্র ঘাসের বোঝা নিয়ে কাঠের গাড়ি হাঁকান

হাতের মধ্যে লুকিয়ে ফেলেন পয়সা কড়ি যা পান
রাতের মধ্যে জর্দা মাখান বলেন তোরা খা পান
কেশের অর্ধ ডুবিয়ে জলে খাল-পুকুরে ঝাঁপান
দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ফাল পেড়ে যান জাপান।

Share.

মন্তব্য করুন