ছোট ছোট ছেলে মেয়ে আহা কত মেধাবী
সততায়ও বড়ো হোক সকলের এ দাবি
সব কাজে হয় যেন অমূল্য বিবেকি
ভাবনায় থাকে যেন মানুষকে দিবে কি
এ যুগের ছেলেমেয়ে অনিয়ম মানে না
ধোঁকাবাজি অন্যায় এদেরকে টানে না।

বড়ো হয়ে এরা হবে বিদ্বান বিদূষী
সততার কর্মেও হোক এরা নিদূষী
আজকের এইসব বালিকা ও বালকে
খ্যাতিমান হবে এরা দেশ পরিচালকে
ভালো যেটা হচ্ছে না এরা ক’রে দেখাবে
এই শিশু বড়ো হয়ে দুর্নীতি ঠেকাবে।

নিজ গৃহ থেকে এরা সন্ত্রাস তাড়াবে
এই শিশু অসুরের বিরুদ্ধে দাড়াবে
দেশ-প্রেমে একদিন সকলকে ছাড়িয়ে
হোক পথ কণ্টক যাবে পায়ে মাড়িয়ে
হতাশার দ্বার খুলে হেসে চলে আলোতে
থাকবে না এই শিশু আঁধারের কালোতে।

থাকবে না ভুত প্রেত কোনো রাজনীতিতে
থাকবে না কোনো লোক ভয় আর ভীতিতে
দানবতা ছেড়ে সব মানবিক হলেই
প্রশান্ত হাসি ফোঁটে দেশমার কোলেই
আমি আছি আগামির স্বপ্নের বিভোরে
সুখে থাক উঁচুনীচু কুলি মুচি ধীবরে।

Share.

মন্তব্য করুন