কে বলেছে তোমার দ্বারা
কিচ্ছু হবার নয়?
লোকের কথায় কান না দিয়ে
নিজকে করো জয়।

সকল কাজই সময়মতো
করতে যদি পারো,
কঠিন কাজও তোমার কাছে
সহজ হবে আরো।

ছোটো হলেও নিজ কর্ম
ভালোবেসে করো,
সৃষ্টিকর্তার সাথে সদা
সুসম্পর্ক গড়ো।

সাধ্যমতো বাবা-মায়ের
সেবা-যত্ন করো,
তালাশ করো হালাল রিজিক
হোক না কঠিনতরো।

কারো সাথে কথা বলার
আগে সালাম দিবে,
তাহলেই তো সকল মনে
জায়গা করে নিবে।

হাসি মুখে বলবে কথা
সদা সবার সাথে,
বেড়ে যাবে সবার মাঝে
খ্যাতি তোমার তাতে।

হিংসা, গিবত না করে ভাই
কাজে লাগাও মন,
ভালোবেসে পাশে রাখো
নিজের আপনজন।

প্রতিবেশীর দুখে যদি
সমব্যথী হও,
তবে তুমি কোনোভাবেই
ছোটো মানুষ নও।

সময় হলে প্রার্থনাতে
হতে হবে রত,
মুছে যাবে মনের কালি
জমে থাকা ক্ষত।

দিনের শেষে হিসেব কষে
দেখবে তুমি যেই,
তোমার মতো সফল মানুষ
একটিও আর নেই।

Share.

মন্তব্য করুন