দাদুর মুখের যাদুর কথা
আমার মুখে বলি,
দাদুর সকল নীতি মেনে
দাদুর মতো চলি।

আমার দাদুর স্বপ্ন ছিলো
ভালোর সাথে চলা,
নিজের স্বার্থ ভুলে গিয়ে
জাতির কথা বলা।

দাদু ছিলেন সরল মানুষ
স্বভাব ছিলো ভালো,
তাইতো দাদুর কর্মকাণ্ডে
অনেক বেশি আলো।

দাদু আমার বিশাল দাদু
মন মননের রাজা,
এমন দাদু ছিলেন বলেই
সময় ছিলো তাজা।

Share.

মন্তব্য করুন