মাঠে-ঘাটে ঝুমুর ঝুমুর বৃষ্টি যখন পড়ে
শৈশবেরই রঙিন স্মৃতি মনে তখন পড়ে
কল্পনাতেই মাটির ঘরে বসত করে যায়
টিনের চালের বৃষ্টি তখন মনকে ছুঁয়ে যায়!

দেয়াল এখন ইট পাথরের নেইকো মাটির কিছু
নেইকো এখন সুরের পাখি বেসুর হাঁটে পিছু
বৃষ্টি কেবল আগের মতোই আছে-
সুরে সুরে আকাশ থেকে নামে সবার কাছে।

গরম গেল বর্ষা এল আকাশ জুড়ে মেঘ
হৃদয় জুড়ে খুশির জোয়ার পেল প্রবল বেগ!

Share.

মন্তব্য করুন