মিছিল স্লোগান ভাষার দাবি
রাষ্ট্রভাষা বাংলা চাই
রাজপথে দেয় রক্ত ঢেলে
এই একুশে আমার ভাই।

ফাগুন দিনের আগুন হয়ে
উঠলো জ্বলে পলাশ বন
ভিজল বাতাস দুপুর রোদে
কাঁদলো দুঃখী মায়ের মন।

বুলেট বোমায় ভয় করেনি
সেদিন বাংলা বীরের দল
ভাষার দাবির ক্ষিপ্র ডাকে
জাগলো ক্ষোভের দাবানল।

রক্ত-সাগর পেরিয়ে শেষে
মুক্ত-স্বাধীন কুল জোটে
অনেক ত্যাগের লাল একুশে
বর্ণমালার ফুল ফোটে।

বাংলা ভাষা ছিনিয়ে নিতে
বুনলো যারা ধূম্রজাল
গুঁড়িয়ে তাদের দামাল ছেলে
আনলো স্বাধীন সূর্য লাল।

Share.

মন্তব্য করুন